Posts

Showing posts from February, 2023

Instagram organic promotion

Image
Instagram organic promotion Instagram's followers  are important because they represent the size of a person's or brand's audience on the platform. A larger number of followers can indicate a higher level of influence, credibility, and visibility. Additionally, having more followers can help increase reach and engagement for content, leading to potential opportunities for monetization, collaborations, and brand partnerships. However, it's worth noting that the quality of followers and their engagement with content is also important, and having  many  inactive or fake followers can harm a person's or brand's reputation.  

চাকরি করবো নাকি ফ্রিল্যান্সিং ??

Image
চাকরি করবো নাকি ফ্রিল্যান্সিং ?? ফ্রিল্যান্সিং এবং চাকরির সুবিধা এবং অসুবিধা গুলো জানি। job or freelancing কদিন ধরলো " তুমি নাকি কম্পিউটার টিপে টাকা নিয়ে আসো" আমি বললাম কাকা আমি কাজ শিখি আর টুকটাক কাজ করি। ওনাকে একটু বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সব শেষে উনি যেটা বললো উনার ছেলে কম্পিউটার খুব ভালো জানে তাকে কম্পিউটার থেকে টাকা কামানো শিখিয়ে দিতে হবে। তো আমি তাকে একদিন ডাকলাম। ডেকে তার কথা বার্তা শুনে বুঝলাম সে কম্পিউটার এ গেম খেলে সারাদিন। আর গান চালায়। তো তাকে আমি বোঝানোর চেষ্টা করলাম ফ্রিল্যান্সিং এতো সহজ না অনেক চেষ্টা আর পরিশ্রম থাকতে হয়। সব শুনে মিলে সে গেলো। পরের দিন ই শুনি আমার নামে কয়েক জন কি যে বলা বলি করছে। পরে জানতে পারলাম, সেই ছেলেটা সবাইকে বলেছে আমি নাকি কিছু পারি না আর আমার টাকা নাকি কোথা থেকে আসে কেউ জানে না। আর সেই কাকা ও আমাকে দেখে এমন ভাবে কথা বললো আমাকে রাগ করলো যেনো তার ছেলে সব পারে কিন্তু আমিই নাকি কি সব বলছি ও বুঝতে পারে নি। ও বুঝতে পারে নি সেটাও আমার দোষ। কেমন লাগে বলেন দেখি !!😢 গল্পটা কেনো বললাম একটু পড়ে বলছি। । আজকাল আমরা অনেকেই দ্বিধা দ্বন্দ্বে ভুগে থ...